মঙ্গলবার, ২০ জুলাই, ২০১০

মানবতাই হোক মানুষের একমাত্র ধর্ম

তৃতীয় বিশ্বের অনেক দেশেই জন্ম মানুষের মৃত্যুর কারণ হয়ে দাড়াচ্ছে। জন্ম দেয়াই যেন জীবনের উদ্দেশ্য কিংবা কোন প্রকার পদ্ধতিহীন যৌনতা আমাদের পৃথিবীটাকে দিন দিন মানুষে মানুষে ভরে তুলছে। এসব দেখে দেখে শাওনের মন খারাপ হয়ে যায়। তারই এক ক্লাশমেটের (হুজুর) বড় ভাই- যে কীনা একজন বি.সি.এস অফিসার (ডাক্তার)- তার ষষ্ঠ সন্তান জন্ম নিয়েছে ক'দিন আগে। তার ঘৃণা লাগে এসব মানুষকে।

এই প্রযুক্তির যুগেও আমাদের দেশের লোকদের এক একজনের পাচটা, সাতটা, দশটা সন্তান হচ্ছে। এখনো হুজুরদের ফতোয়া শোনা যায় গ্রামে-গঞ্জে-এমনিক শহরেও। তারা মাহফিলে মাইক বাজিয়ে এসব ফতোয়া প্রচার করে। এক একজনের গলা টিপে উচ্চারিত শব্দগুলোকে থামিয়ে দিতে ইচ্ছে হয় শাওনের। যতসব ভণ্ড সুবিধাবাদী ধর্মব্যবসায়ীর দল!

পৃথিবীর কারো সাধ্য নেই এদের গলাবাজি, এদের ঠকবাজি বন্ধ করার। কারণ এদের খুটির জোর খুব শক্ত। আল্লাহ, ভগবান, গড নামক এক মিথ্যে বস্তুর ভয় দেখিয়ে তারা দুনিয়ার তাবত মানুষকে অথর্ব ও ভীতু করে রেখেছে। শাওনের ইচ্ছে হয়, এইসব মানুষকে সত্যের পথে নিয়ে আসতে। তার গলা ফাটিয়ে বলতে ইচ্ছে হয়- "তোমরা যা জান, সব ভুল। তোমরা সত্যকে আড়াল করে তোমাদের শিখিয়ে দেয়া এক মিথ্যাকে আকড়ে আছ। তোমাদের জন্মের জন্য কোন আল্লহ বা ঈশ্বরের করুণা নেই, করুণা যদি থেকেই থাকে সে তোমার বাবা-মায়ের এবং এই মাটির, এই প্রকৃতির। তোমাদের সৎ ও অসৎ পথে পরিচালনা করার জন্য কোন ফেরেশতা বা শয়তান নেই, রয়েছে তোমার বিবেক কিংবা নৈতিকতাহীন মানসিকতা। তোমাদের পাপ-পূণ্য বোঝার দরকার নেই, তোমাদের দরকার ভাল-মন্দ শিক্ষা। তোমাদের স্বর্গ দরকার নেই, তোমাদের দরকার সুখ ও শান্তি। মৃত্যুর পরে তোমাদের শাস্তি দেবার জন্য কোন দোজখ নেই, সেখানে শাস্তি দেয়ার মতোও কেউ নেই। তোমরা তোমাদের বিবেক দ্বারা পরিচালিত হও এবং দেশের আইন-কানুন মেনে চলো, তাহলে পৃথিবীকেই তোমরা স্বর্গে পরিণত করতে পার। তোমরা তোমাদের সন্তানদের যেমন ভালবাস, পৃথিবীর প্রতিটা মানুষকেই তেমন ভালবাসতে শেখো। দেখবে পৃথিবীতে কোন লাদেন কিংবা জাওয়াহিরি জন্মাবে না, বুশ কিংবা ব্লেয়ার জন্মাবে না। জন্মাবে রবীন্দ্রনাথ, কীটস্ কিংবা আইনস্টাইন। তোমরা যে পথে চলছো তাতে পৃথিবী অচিরেই ধ্বংস হয়ে যাবে, অনাগতদের জন্য এক ভয়াবহ পৃথিবী তৈরী করে যাচ্ছ তোমরা। তোমরা কি একবারও ভেবেছো- তোমাদের সন্তানদের মৃত্যুর পথ উন্মুক্ত করে দিয়ে যাচ্ছ তোমরা। তাদেরকে বাচতে দাও। তুমি কান পাতলেই শুনতে পাবে ওদের চীৎকার। ওরা বাচতে চায়। তোমাদের পরস্পরের ভালবাসা এবং পৃথিবীর প্রতি তোমাদের ভালবাসাই ওদেরকে বাচাতে পারে। সুতরাং তোমরা ভালবাস-- নিজেকে, অপরকে এবং পৃথিবীকে।"

শাওন জানে তার এ কথা কেউ শুনবে না। এ কথা সে যেখানেই বলতে যাবে, সেখানেই সে অবাঞ্চিত হয়ে যাবে। ঈশ্বরের বিরুদ্ধে কথা বলার জন্য তাকে মুরতাদ ঘোষণা করা হবে এবং তাকে কতল করার পরোয়ানা জারী করবে এইসব ধর্মব্যবসায়ীরা।

কিন্ত ভবগান বা আল্লাহর মৃত্যু না হলে পৃথিবীতে প্রকৃত ভালবাসা সৃষ্টির কোন পথ নেই। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, সে ভগবাণে বিশ্বাস করে না এবং যে ভগবাণে বিশ্বাস করে, সে আল্লাহকে বিশ্বাস করে না। শুধু এটুকুতেই সীমাবদ্ধ থাকলেও চলত। একজন ভগবাণ-বিশ্বাসী মানুষ অন্য সমস্ত আল্লাহ-বিশ্বাসী মানুষকে ঘৃণা করে এবং আল্লাহ-বিশ্বাসী মানুষ সমস্ত ভগবাণ-বিশ্বাসী মানুষকে ঘৃণা করে। (ইসলাম অনুসারীদের বিধর্মী শব্দটার ব্যবহারটা ভেবে দেখুন)। এই যে মানুষের প্রতি মানুষের পারস্পরিক ঘৃণা এবং এর সাথে যুক্ত হয়েছে নব্য জেহাদী চেতনা- যা পৃথিবী জুড়ে এক ইসলামী জঙ্গীবাদের সূচনা করেছে- এসব পৃথিবীকে ধ্বংসের এক পায়তারা। কে শিখাবে এসব জেহাদীদের, এসব জঙ্গীদের যে- তোমরা যার জন্য নিজের জীবনকে তুচ্ছ করে অপর অনেক জীবনকে মৃত্যুর কোলে পৌছে দিচ্ছ, সে শুধুই মিথ্যে, এক অলীক কল্পনা।

শাওনের বলতে ইচ্ছে হয়- এই দেখ, আমি একজন মানুষ, তোমাদের মত মিথ্যে ঈশ্বর বা আল্লাহতে আমি বিশ্বাস করি না কিন্তু সকলের প্রতি আমার রয়েছে অগাধ ভালবাসা।

তোমাদের ঈশ্বর কিংবা আল্লাহর উপস্থিতি কেবল বিশ্বাসে, বাস্তবে নয়। তোমরা ঈশ্বর, আল্লাহ এবং বেহেশতকে যেমন ভালবাস, তেমনি করে তোমরা মানুষকে ভালবাসতে পার না? মানুষ মেরে বেহেশতে যাওয়ার যে স্বপ্নে তোমরা বিভোর, সে বেহেশতের ঠিকানা কি তোমাদের জানা আছে? সে তোমাদের অন্তরে। তোমাদের অন্তরের ভালবাসাই তোমাকে সেখানে পৌছে দিতে পারে এবং সেজন্য তোমার মৃত্যুর দরকার নেই, কাউকে মারার তো প্রশ্নই আসে না।

এ পৃথিবীর সবাইকে শাওনের একটি কবিতার দু'টি লাইন শোনাতে ইচ্ছে করে, যে কবিতাটি বিশ্ববিদ্যালয়ে তার এক সহপাঠি লিখেছিল--
"তুমি সন্ত্রাসী মার, তুমি ডাকাত মার
কিন্তু ভেবে দেখো
তুমি একজন মানুষ মারছো।

২টি মন্তব্য:

  1. এই অংশটুকু আমার অপ্রকাশিত উপন্যাস 'হিল দ্য আর্থ' থেকে নেয়া।

    উত্তরমুছুন
  2. The casino returns to the casinos, gets free bets - JTM Hub
    As 동해 출장샵 part of the promotions, 하남 출장샵 all new players can claim a free bet when they create 광주 출장마사지 their account. The promotions are 전라북도 출장마사지 for new players only, no 충청남도 출장안마

    উত্তরমুছুন